কামাখ্যারাম বরুয়া মহিলা কলেজের চারটি পদে জয়ী এআইডিএসও’র প্রার্থী

কামাখ্যারাম বরুয়া মহিলা কলেজের চারটি পদে জয়ী এআইডিএসও'র প্রার্থী

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : গুয়াহাটির কামাখ্যারাম বরুয়া মহিলা কলেজের ছাত্ৰী সংসদ নির্বাচনে এআইডিএসও’র  প্রার্থীরা চারটা গুরুত্বপূৰ্ণ পদে বিজয়ী হয়। মঙ্গলবার এআইডিএসও’র প্রার্থী যথাক্রমে সাধারণ সম্পাদক পদে দীপিকা সেন, সহকারী সাধারণ সম্পাদক পদে সুজাতা মণ্ডল, আলোচনা সম্পাদক পদে স্নেহা পারবিন ও সমাজসেবা সম্পাদক পদে পিংকি পারবিন বিজয়ী হয়। সাম্প্ৰদায়িক ও উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এআইডিএসও’র প্রার্থীদের ছাত্রীরা নির্বাচিত করায় সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সহসভাপতি পল্লব পেগু সবাইকে সংগ্রামী অভিনন্দন জানান। তিনি বলেন কলেজের ভেতর ও বাইরে শৈক্ষিক সমস্যা নিয়ে

এআইডিএসও’র কর্মীরা যে সংগ্ৰামী ভূমিকা পালন করেছে এর প্ৰতিফলন ঘটেছে আজকের নির্বাচনে।  ছাত্ৰী ও মহিলাদের উপর সংঘটিত আক্ৰমণের বিরুদ্ধে, জাতীয় শিক্ষা নীতি, ২০২০ বাতিল ও সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষার দাবীতে চালানো প্ৰচার এবং রাজ্য ও সমগ্ৰ দেশের সংগঠনের নেতৃত্বে পরিচালিত সংগ্ৰাম ছাত্ৰছাত্ৰীর দৃষ্টি ও সমৰ্থন আদায়ে সক্ষম হয়েছে।

কামাখ্যারাম বরুয়া মহিলা কলেজের চারটি পদে জয়ী এআইডিএসও'র প্রার্থী

Author

Spread the News