কদমতলা এখন উত্তপ্ত, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : অশান্ত কদমতলা। সোমবার রাতে দুষ্কৃ‌তি‌রা  কদমতলা মস‌জিদ ও পালপাড়া মস‌জি‌দে হামলা চালায়। ব্যাপক ক্ষ‌তি সাধ‌ন হয় মসজিদ দু’টির। পুড়িয়ে দেওয়া হয় কিছু সামগ্রীও। এ ছাড়াও এক‌টি বাহন সহ দু‌টি দোকা‌নে অ‌গ্নি সং‌যোগ ক‌রা হয় ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। প‌রে পু‌লি‌শি দৌড়ঝা‌পে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আ‌সে।

এর আগে সোমবার দোকানপাট সহ কয়েকটি প্রতিমাও ভাঙচুর করে উত্তেজিত কিছু লোক। দু‌’টি সম্প্রা‌দা‌য়ের ম‌ধ্যে চলমান হিংসার আগুন যাতে বেশীদুর গড়া‌তে না পা‌রে তার জন‌্য কড়া পদক্ষেপ নিলেও হামলা ও পাল্টা হামলার মত ঘটনা অব‌্যাহত থাকে। প্রশাস‌নিক ভু‌মিকায় বিষ্ময় প্রকাশ ক‌রে‌ছেন স‌চেতন মহল।

কদমতলা এখন উত্তপ্ত, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা

এ‌দি‌কে, মঙ্গলবার সকা‌লে নিহত যুবক‌ সুলতান আহমেদের ঝের‌ঝে‌রি এলাকায় তার বা‌ড়ির পা‌শের কব‌রিস্থা‌নে কবরস্থ করা হয়। তখনও দু‌টি সম্প্রদা‌য়ের মধ্যে উ‌ত্তেজনা দেখা দি‌লে প্রশাসন ক‌ঠোর হ‌স্তে দমন ক‌রে। এ‌দিন দুপু‌রে বাজা‌রিছড়ার কাঁঠালত‌লি এলাকার উভয় সম্প্রদা‌য়ের জনগন কাঁঠালত‌লি পু‌লিশ ফা‌ঁড়ি‌তে উপ‌স্থিত হ‌য়ে শা‌ন্তি ক‌মি‌টি গঠ‌নের গুরুত্ব সহ রাজ‌্য সীমা‌ন্তে সুষ্ঠ বাতাবরণ ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শ বজা‌য়ের জন‌্য দীর্ঘ আ‌লোচনা ক‌রেন।

কদমতলা এখন উত্তপ্ত, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা

Author

Spread the News