হনুমানকে খাওয়া দিতে এক কোটি দান অক্ষয়ের
৩০ অক্টোবর : অযোধ্যায় রয়েছে প্রচুর হনুমান। সারাক্ষণ এদিকে ওদিক লাফিয়ে বেড়াচ্ছে। তাদের দেখভালের জন্য গঠিত হয়েছে অঞ্জনা সেবা ট্রাস্ট। সেই সেবা ট্রাস্টকে এক কোটি টাকা দান অক্ষয়কুমারের। কারণ হিসেবে জানালেন, এই টাকা অযোধ্যার হনুমানদের খাবারের জন্য দান করা হয়েছে। দিওয়ালি উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
জানা গিয়েছে, অঞ্জনা সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজই নাকি অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করেন। এই কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। সেই ডাকে সারা দিয়ে অর্থ সাহায্য করলেন বলিউড অভিনেতা। অযোধ্যার উপকণ্ঠে প্রতিদিন প্রায় ১২০০ হনুমানকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন অভিনেতা।