কালাইনে বর্ণাঢ্য পথসঞ্চলন আরএসএস-র

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : প্রান্ত সঞ্চলন দিবস উপলক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলার ব্যবস্থাপনায় সোমবার কালাইনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য পথসঞ্চলন। ভারতমাতা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অপর্ণের পর কালাইন সত্যরঞ্জন কলেজ থেকে সঞ্চলন শুরু হয়। সেখান থেকে বাজার তেমাথা থেকে মোড় নিয়ে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে সংঘের পশ্চিম কাছাড় জেলার কালাইন নগর সহ রাজ্যেশ্বরপুর, গুমড়া, চিত্রকোনা, গোবিন্দপুর, কাটিগড়া, বিহাড়া, জারইলতলা ও বড়খলা খণ্ডের স্বয়ংসেবকরা অংশগ্রহণ করেন। সংগঠনের চিরাচরিত বাদ্যযন্ত্র ঘোষের তালে তালে পা মেলান স্বয়ংসেবকরা।

ছয় নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে পুরুষ ও মহিলারা শঙ্খধ্বনী, উলুধ্বনী সহ ফুল ছিটিয়ে গৈরিক ধ্বজ ও স্বয়ংসেবকদের বরণ করেন। স্বয়ংসেবকদের উদ্দেশ্যে বৌদ্ধিক প্রদান করেন সংগঠনের দক্ষিণ আসাম প্রান্তের কুটুম্ব প্রবোধন প্রমুখ অসিত চক্রবর্তী। সুষ্ঠুভাবে সঞ্চলন সমাপ্ত হওয়াতে সকলকে ধন্যবাদ জানান জেলা কার্যবাহ অভিজিৎ দাস।

Author

Spread the News