দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : উত্তর-পূর্ব ভারতের বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের স্মৃতিচারণ সভা আয়োজন করল জেলা বিজেপি। বৃহস্পতিবার বঙ্গভবনে নবীন-প্রবীণ নেতা ও কর্মীদের অংশগ্রহণে সমৃদ্ধ এই সভায় বরাক উপত্যকার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাঁর বিরাট অবদানের কথা তুলে ধরা হয়। সভায় বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা বক্তব্যে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেন। তিনি বলেন, “কবীন্দ্র পুরকায়স্থ বরাকের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছেন। তিনি ছিলেন একজন অসাধারণ সংগঠক।” রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বক্তব্যে তাঁর রাজনৈতিক নেতৃত্ব, সংগঠকত্ব এবং শিক্ষকতার জীবনের অবদানের কথা স্মরণ করেন। তিনি নিজের রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িত স্মৃতিচারণও শেয়ার করেন।
সাংসদ পরিমল শুক্লবৈদ্য ইমোশনাল ভাষায় বলেন, “উনার পরিবারের কেউ রাজনীতিতে ছিলেন না, কিন্তু কবীন্দ্র পুরকায়স্থের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগের উপর গঠিত ছিল। তিনি আমার ব্যক্তিগত জীবনে অভিভাবকের মতো ছিলেন। যতদিন বাঁচব, ততদিন তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করব।”
সভায় অংশ বিধায়ক নীহাররঞ্জন দাস, বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল, প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, অমিওকান্তি দাস, বাসুদেব শর্মা, বিবেক পোদ্দার, অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), চামেলি পাল, কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ, মৈলচাঁদ বৈধ, উদয়শঙ্কর গোস্বামী, অগপর কাছাড় জেলার সভাপতি নজমুল হুসেন মজুমদার, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, কঙ্কন শিকদার, আশীষ হালদার, অমিয় ব্যানার্জি, সুরেন্দ্র সিং, নারায়ণ চৌধুরী, অজিত দেব, মঞ্জুল দেব, গোপাল রায়, ভোলানাথ যাদব এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক শশীকান্ত চৌতেয়ালসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরু হয় প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। সভা পরিচালনা করেন বিপ্লব দেবনাথ। সমাপ্তি ঘটে তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।



