আগরতলার সীমান্ত হাট নি‌য়ে ভারত-বাংলার যৌথ সভা

বরাক তরঙ্গ, ২ জুলাই : সীমান্ত হাট নি‌য়ে ভারত-বাংলা যৌথ সভা সম্পন্ন হল আগরতলার কমলাসাগ‌রে। মঙ্গলবার ভারত-বাংলা দুই দেশের প্রশাস‌নিক কর্মকর্তা‌দের ‌উপস্থিতিতে‌ এক জরু‌রি বৈঠক অনুষ্ঠিত হয়। এ‌তে উপস্থিত ছিলেন ভারতের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার, বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাহ্মনবাড়িয়া জেলার অতিরিক্ত ‌জেলাশাসক জেসমিন সুলতানা সহ বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বাংলাদেশের অন‌্যান‌্য প্রশাস‌নিক কর্তারা।

আগরতলার সীমান্ত হাট নি‌য়ে ভারত-বাংলার যৌথ সভা

এ‌দিন তারা বি‌শেষ আ‌লোচনা শে‌ষে সীমান্ত হাট‌টি ঘুরে দেখেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ জুলাই তারাপুর সীমান্ত হাট‌টি পুনরায় চালু হবে, যদিও গত বছর ২৩ জুলাই একবার অনুরূপ বৈঠক শে‌ষে সীমান্ত হা‌টের জট খু‌লে‌নি। এবার তার সুরাহা হ‌বে। বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলাশাসক জেসমিন সুলতানা বলেন, ভারত থেকে আবেদন করা হয়েছে কাঁচা মালের জন্য তা উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তা সিদ্ধান্তে নেওয়া হবে। আমরাও চাই হাট‌টি খোলা হোক। এ‌তে উভয় দে‌শের আ‌র্থিক লাভ হ‌বে।

Author

Spread the News