বর্ধিত পুরকর : শিলচরে বিক্ষোভ এসইউসিআইর
বরাক তরঙ্গ, ২ জুলাই : অবিলম্বে বর্ধিত পুরকর প্রত্যাহার করার জোরালো দাবি উত্থাপন করে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই (কমিউনিস্ট) দলের শিলচর আঞ্চলিক কমিটি। দলের শতাধিক কর্মী সমর্থকরা পুরকর বৃদ্ধি কার স্বার্থে? কোন অজুহাতে পৌরকর বৃদ্ধি করা চলবে না, অবিলম্বেই বর্ধিত পুরকর প্রত্যাহার করতে হবে ইত্যাদি দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বৃষ্টির মধ্যেও স্লোগান দিতে থকেন। উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায়, বক্তব্য রাখেন শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি।
তাঁরা বলেন, একদিকে কর্মসংস্থানের অভাবে যত দিন যাচ্ছে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে অন্যদিকে নিত্যপ্র়োজনীয় দ্রব্যের মূল্য প্রায় প্রতিদিন হু হু করে বাড়ছে এই অবস্থায় সাধারণ মানুষের অবস্থা এমনিতেই নাজেহাল, এমতাবস্থায় পৌরকর বৃদ্ধি সত্যিই মরার উপর খাড়ার ঘা। তাঁরা আরও বলেন, দীর্ঘ দিন থেকে পুরবোর্ড না থাকা সত্ত্বেও, কারো সাথেই কোনো ধরনের আলোচনায় না গিয়ে সম্পূর্ণ একতরফাভাবে পুরকর বাড়ানোর সিদ্ধান্ত অন্যায় এবং অযৌক্তিক। ফলে অবিলম্বে এই বর্ধিত কর সম্পূর্ণ প্রত্যাহার করার আন্দোলন আরো শক্তিশালী করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ থেকে একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যেশ্যে একটি স্মারক লিপি পুরসভার আধিকারিকের মাধ্যমে প্রদান করেন। আধিকারিক অবিলম্বে এই বিষয় নিয়ে সর্বদলীয় সভা আহ্বান করার উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রেরণ করবেন বলে আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি, জেলা কমিটির অন্যতম সদস্য শ্যামদেও কুর্মী, নকুল রঞ্জন পাল, এছাড়াও ছিলেন সরল পাল, খাদিজা বেগম লস্কর প্রমুখ।