বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : অসম যুব পরিষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বড়খলায় প্রায় শতাধিক যুবক যোগদান করেন। বুধবার কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর। তিনি সভায় সংবাদপত্রকর্মীদের সঙ্গে কথা বলেন , “যুবকরা আমাদের ভবিষ্যৎ। দলীয় আদর্শে যোগদান করে তারা কাছাড়ের উন্নয়নের পথে নতুন গতি যোগ করবে।”
জেলা সভাপতি রোপণ মোদাক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং উপস্থিত যুবকদের দলীয় নীতি ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। সহ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়া (মান্না) ও সঞ্জীব নাথ, সম্পাদক সহদেব পাল, সাংগঠনিক সম্পাদক গণ এবং বড়খলা বিধানসভা কেন্দ্র পর্যবেক্ষক দ্বয় আজমীর হোসেন লস্কর ও হাসিন আহমেদ লস্কর, সাংগঠনিক সম্পাদক আব্দুল তাহির চৌধুরী উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অগপ শিলচর বিধানসভা কেন্দ্রের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন), উপ সভাপতি প্রদীপ সিনহা ও সৌমেন ভট্টাচার্য্য এবং তথ্য প্রযুক্তি সম্পাদক বিশাল দাস প্রমুখ।


