দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : শিলচর ট্রাঙ্ক রোডে থাকা অসম যুব পরিষদ কাছাড় জেলা কার্যালয়ে অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির নেতৃত্বে ও শিলচর বিধানসভা কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত জমকালো যোগদান সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সভায় শিলচর বিধানসভা কেন্দ্রের শতাধিক যুবক অংশগ্রহণ করে। তারা অসম গণ পরিষদের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব পরিষদে যোগদানের ঘোষণা দেন। যুব পরিষদের কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন সিনহা, জেলা উপ-সভাপতি ও সম্পাদক আয়াজ উদ্দিন বড়ভূইয়া ও সহদেব পাল ছাড়াও জেলা কমিটির অন্যান্য পদাধিকারীগণ উপস্থিত ছিলেন।সভায় অগপ শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন) ও শিলচর বিধান সভা সমষ্টি কমিটির সভাপতি বিজু সিনহা বিশেষ অতিথি ছিলেন।
বক্তব্যে যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর নাগরিকদের আঞ্চলিক অগ্রগতির জন্য অগপ দলে যুবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। জেলা সভাপতি রূপন মোদক প্রত্যেক যুবক ও ছাত্র সংগঠনের নেতাদের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখার কথা তুলে ধরে, আগামী দিনে দেশের উন্নয়নে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর অগপ দলের গঠন কর্মসূচির ঐতিহাসিক আদর্শ স্মরণ করিয়ে দিয়ে বলেন, দলের জন্ম হয়েছিল ছাত্রসংগ্রামের আত্মবলিদানের মধ্য দিয়ে, যা আজও অটুট ও আগামীদিনেও চলবে। অগপর কাছাড় জেলা কমিটির উপ-সভাপতি মজিবুর রহমান অগপকে ধর্মনিরপেক্ষ দল হিসেবে বর্ণনা করে বলেন, দলের নেতা-কর্মীরা ধর্মনিরপেক্ষ। তিনি আরও বলেন, অতীতের মত ভবিষ্যতেও অগপই ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার সমৃদ্ধিপূর্ণ বিকাশে নেতৃত্ব দিবে এবং দ্রুত নতুন সরকার গঠন করবে। যোগদানকারীদের দলের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে থেকে কাজ করার পরামর্শ দেন। এই কর্মসূচিতে অগপর কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সাধারণ সম্পাদক সুজিত শর্মা, দীপ ভট্টাচার্য, আকবর হুসেন বড়ভূইয়া, আব্দুল তাহির চৌধুরী, নিতু দাস প্রমুখ উপস্থিত ছিলেন। যোগদান সভা শেষে যুবকদের মধ্যে দলের ভাবনা-চিন্তায় উজ্জীবিত হয়ে গণমাধ্যমে শিলচরের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার হবে বলে ব্যাপক প্রত্যাশা প্রকাশ করা হয়।


