গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিম্পোজিয়াম

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ “রোল অব বায়োটেকনোলজি ইন মর্ডান এমব্রাইলজি” শীর্ষক একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকো সেন্টার অব টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যান্ড রিপ্রোডাকটিভ মেডিসিন সিইও ইজরায়েল মালডোনাডো রোসাস। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ  জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  সুকল্যাণকুমার কুন্ডু (ফার্মাসিস্ট বিভাগ),   মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক তুষারকান্তি পাল, সৌরভকান্তি দাস, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা ।

অনুষ্ঠানে প্রথমে উপস্থিত অতিথিদের ধারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বায়োটেকনোলজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী শর্মিষ্ঠা সিনহা ও সুস্মিতা দেব সরস্বতী বন্দনা পরিবেশন করে। প্রধান অতিথির সংক্ষিপ্ত পরিচিয় পাঠ করেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা স্বর্ণালী ভট্টাচার্য। স্বাগত ভাষণ প্রদান করেন শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ।

প্রধান অতিথি ইজরায়েল মালডোনাডো রোসাস তাঁর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বায়োটেকনোলজি স্নাতকদের জন্য কর্মজীবন হিসেবে এম্ব্রায়োলজি ও প্রজনন বায়োটেকনোলজি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন । তিনি বলেন, এম্ব্রায়োলজি ও প্রজনন বায়োটেকনোলজি আধুনিক জীববিজ্ঞানের দ্রুত অগ্রসরমান দুটি ক্ষেত্র, যা মানব বন্ধ্যাত্ব নিরাময়, আইভিএফ প্রযুক্তি, প্রাণী প্রজনন এবং জিনগত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আইভিএফ, আইসিএসআই, গ্যামেট হ্যান্ডলিং ও এমব্রিও ফ্রিজিং প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি প্রজনন চিকিৎসা ক্ষেত্রে দক্ষ এম্ব্রায়োলজিস্টদের আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান চাহিদার কথাও উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, কোনো বিশ্ববিদ্যালয় তার পরিকাঠামোর জন্য খ্যাতি অর্জন করে না, উচ্চমানের শিক্ষাগত ফলাফল, গবেষণা ও উদ্ভাবনই একটি বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠত্ব এনে দেয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গবেষণামুখী শিক্ষার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা নাজরানা বেগম সুলতানা। রাষ্ট্র গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপরাজ চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনভেনর অধ্যাপক প্রসেনজিৎ রায়, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান সাগরিকা মোহন্ত, বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র নাথ ও অতিথি অধ্যাপিকা অপরাজিতা দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *