ভারতীয় সংবাদপত্র দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : ভারতীয় সংবাদপত্রের দুশো পঁয়তাল্লিশ বছরের যে গৌরবময় অধ্যায় রয়েছে, সেটিকে যে কোনও অবস্থায় অক্ষুন্ন রাখতে হবে। সব প্রতিকূলতা, প্রতিবন্ধকতা কাটিয়ে সংবাদপত্র পাঠক-পাঠিকাদের কাছে গ্রহণযোগ্যতা বজায় রাখতে সক্ষম হবে। পত্রিকা প্রতিষ্ঠানকে অবশ্যই এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বুধবার ভারতীয় সংবাদপত্র দিবস উদযাপন উপলক্ষে  শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয় গুলো আলোচিত হয়। আলোচনার বিষয় ছিল ,”সময়ের প্রেক্ষাপটে খবরের কাগজ : বৈশিষ্ট্য ও গুরুত্ব।”

আলোচনায় উল্লেখ করা হয় ১৭৮০ সালের ২৯ জানুয়ারি আইরিশ ব্যক্তিত্ব জেমস অগাস্টাস হিকি কলকাতা থেকে ‘হিকি’স বেঙ্গল গেজেট প্রকাশিত করেছিলেন। এই সূচনার মধ্য দিয়ে একের পর এক সংবাদপত্র ভারতে খুব দ্রুত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তবে এখন বৈদ্যুতিন ও ডিজিটাল সংবাদমাধ্যমের সঙ্গে সংবাদপত্রের একটা প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি-সাংবাদিক অতীন দাশ, লেখক-ভাষা সেনানী সুনীল রায়, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, অধ্যাপক নবেন্দু বণিক, বাঙালি নবনির্মাণ সেনার সভাপতি প্রীতম দেব, কাছাড় টাইমস সম্পাদক বিজয় দেবনাথ, পূর্বশ্রী সম্পাদক দুর্বা সেন, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, প্রেস ক্লাব সহ-সভাপতি বিকাশ চক্রবর্তী, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, শুভেচ্ছা সম্পাদক মেঘনাথ কর প্রমুখ। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বারীন্দ্রকুমার দাস।

ভারতীয় সংবাদপত্র দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে
ভারতীয় সংবাদপত্র দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে

Author

Spread the News