অন্নপূর্নাঘাটে চার বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল শিলচরের যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : অসহ্য গরম। স্বস্তি পেতে পাঁচ বন্ধু বরাক নদীতে নেমে গা ভেজাচ্ছিলেন। এরমধ্য়ে গটে গেল হৃদয়বিদারক ঘটনা। নদী থেকে চার বন্ধু উঠে এলে নিখোঁজ হয়ে যান এক বন্ধু। ঘটনাটি ঘটেছে শিলচর অন্নপূর্ণা ঘাটে মঙ্গলবার বিকেলে। এদিন ১৬ বছর বয়সী ছেলে সাগর বাসফর তার বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বরাকে তলিয়ে যায়। সাগর, বিবেকানন্দ রোডের বাসিন্দা। এ খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) অনুসন্ধান অভিযান শুরু করে। তবে এখনও সন্ধান মেলেনি। 

প্রত্যক্ষদর্শীদের মতে, দলের বেশির ভাগই নদীর অগভীর অংশের কাছে অবস্থান করলেও সাগর নিজে থেকে কিছুটা গভীরে গিয়েছিলেন। প্রবল স্রোতে পড়ে তলিয়ে যাচ্ছে তার এক বন্ধু তাকে সাহায্যের জন্য দোলা দিতে দেখেছে, কিন্তু তারা সময়মতো তার কাছে পৌঁছাতে পারেনি।

এদিকে খবর পেয়ে নদী তীরে ছুটে যায় নিখোঁজ যুবকের পরিবার সদস্যরা। যুবককে খোঁজে না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন মা-বাবা সহ তাঁর পরিবারের লোকেরা। 

অন্নপূর্নাঘাটে চার বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল শিলচরের যুবক
অন্নপূর্নাঘাটে চার বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল শিলচরের যুবক

Author

Spread the News