এপিসিসি-র মূলপর্বে খেলতে গুয়াহাটি যাচ্ছে ইন্ডিয়া ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের (এপিসিসি) মূলপর্ব শুরু হচ্ছে  শনিবার গুয়াহাটির জাজেস ফিল্ডে শুরু হচ্ছে।  বরাক উপত্যকা থেকে অন্যান্য বছর দুটি দল সুযোগ পেলেও এবার খেলবে একটি দল। তারা হল শিলচরের ইন্ডিয়া ক্লাব। দক্ষিণ আসাম জোনের অন্য দলটি হল কার্বি আংলংয়ের ফোর সিজন ক্লাব রয়েছে। উভয় দলই মূলপর্বে একই গ্রুপে রয়েছে।
ইন্ডিয়া ক্লাব দলের অধিকাংশ ক্রিকেটার গুয়াহাটিতে রয়েছেন।

এছাড়া যে কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা শিলচর থেকে যাবেন তাঁরা শনিবার রওনা হবেন। আগামী ২২ এপ্রিল সপ্তর্ষি ক্লাবের সঙ্গে এবং ২৩ তারিখ সিটি ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। এরপর লম্বা বিরতি দিয়ে ২ মে তারা খেলবে ফোর সিজন ক্লাবের সঙ্গে। ৩ মে তারিখে বিশ্বনাথ ব্লু ওয়ারিয়র্সের বিরুদ্ধে এবং ৪ মে সুপার টাচ্ ক্লাবের বিরুদ্ধে খেলে গ্রুপ পর্ব শেষ করবে ইন্ডিয়া ক্লাব। গ্রুপের সেরা দু’টি দল সেমিফাইনালে যাবে।
টিমগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপের সবগুলি ম্যাচ সকাল সাড়ে আটটায় শুরু হবে। বি গ্রুপের ম্যাচগুলি হবে দুপুরে। সবগুলি ম্যাচ সরাসরি ফ্যানকোড অ্যাপে দেখা যাবে। শিলচর থেকে দিবাকর জোহরি, রেহান মজুমদার, রাজু দাস, প্রশান্ত কুমার, অভিষেক দেব, সুদর্শন সিনহা, রোহিত ধোবি, সুদর্শন সিনহা, শিবা সিনহা ও মারিউস ডিখার গুয়াহাটি যাবেন। দলের সঙ্গে যাবেন অর্ণব দত্ত ও অভিজিৎ দাস।

উল্লেখ্য, আসাম ক্রিকেট সংস্থার ছয়টি জোনের ১২টি দলকে নিয়ে বসছে এই আসর। জেলা স্তরে এবং জোনাল টুর্নামেন্টে ওয়ানডে নিয়মে খেলা হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে হবে মূলপর্বের খেলা।

Author

Spread the News