পালংঘাটে জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন নীহারের

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : ধলাই কেন্দ্রের পালংঘাট বাজারে বিধায়ক জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এই বিধায়ক জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন করেন ধলাইর বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস,  সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দেব,  গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, বিজেপি কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহক সদস্য তথা ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র সভাপতি সিতাংশু দাস, ভূবনডহর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সপু রবিদাস, প্রাক্তন জিলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাশ ও সুবোধ রঞ্জন দাস, বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা বীরেশ চন্দ্র ব্যানার্জি, কৃষ্ণধন পাল প্রমুখ।

এদিন বিধায়ক জনসংযোগ কার্য্যালয় উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, পালংঘাট ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনগণের সুবিধার জন্য পালংঘাট বাজারে বিধায়ক জনসংযোগ কার্য্যালয় খোলা হয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত ভাবে অনেকেই ফোনে তারসাথে যোগাযোগ করেন, কথা বলেন। কিন্তু তিনি চান জনসাধারন যাতে সরাসরি এসে নিজের অভাব অভিযোগ নিয়ে কথা বলতে পারেন। তিনি আরও বলেন, কার্য্যালয় প্রতিদিন খোলা থাকবে এবং এখানে এসে প্রয়োজনীয় নথি পত্র জমা দিতে পারেন মানুষ। এছাড়া সপ্তাহে এক দু’দিন তিনি নিজে থেকে জনসাধারনের কথা শোনবেন। তাঁর কথায় সর্বাবস্থায় যাতে জনসাধারণ প্রয়োজনে বিধায়ককে পাশে পান এটাই মূল উদ্দেশ্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানান পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস, জেলা বিজেপির কার্য্যনির্বাহক সদস্য সিতাংশু দাস, কৃপেশ ঘোষ, সুবোধরঞ্জন দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *