এইচসিএল গ্রুপের ডায়গনস্টিক সেন্টার উদ্বোধন বাঁশকান্দিতে  

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : বাঁশকান্দিতে যাত্রা শুরু করল চিকিৎসা ক্ষেত্রের এক অত‍্যাধুনিক ডায়গনস্টিক সেন্টার। রবিবার এইচসিএল গ্রুপের অধীনে ২৪ নম্বর ডায়গনস্টিক সেন্টার উদ্বেধন হল। এক জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঁশকান্দিতে এইচসিএল ডায়গনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমদ মজুমদার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচসিএল গ্রুপের ম‍্যানেজিং ডিরেক্টর একবাল হোসেন মজুমদার, বাঁশকান্দি ব্লকের বিডিও যাত্রাকান্ত কর্মকার, লক্ষীপুর পুরবোর্ডের চেয়ারম্যান মৃনালকান্তি দাস, বাঁশকান্দি ব্লক এপি সভাপতি সাবেজান বিবি, বিজেপি লক্ষীপুর মণ্ডলের সভাপতি আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, চিকিৎসক আশিক ইকবাল মজুমদার, চিকিৎসক ওয়াই কিশোর সিংহ, চিকিৎসক জাহাঙ্গীর কবির লস্কর, চিকিৎসক হাবিবুল ইসলাম, চিকিৎসক জিয়াউল আহমদ, চিকিৎসক সামসুজ্জামান চৌধুরী, চিকিৎসক শাহ আলম মজুমদার সহ অন্যান্য চিকিৎসক ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এইচসিএল গ্রুপের ডায়গনস্টিক সেন্টার উদ্বোধন বাঁশকান্দিতে  

এই ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসা পরিষেবা ক্ষেত্রের সবরকম সুযোগ সুবিধা উপলব্ধ থাকবে বলে জানিয়েছেন এইচসিএল গ্রুপের এমডি একবাল হোসেন মজুমদার।বছরে ২৫ জন হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব‍্যবস্থা থাকবে বলে তিনি জানান। বাঁশকান্দিতে যাত্রা শুরু করা নতুন ডায়গনস্টিক সেন্টারে অত‍্যাধুনিক মেশিন রয়েছে। যা চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডায়গনস্টিক সেন্টার বাঁশকান্দিতে এক নতুন অধ‍্যায়ের সূচনা করল। বাঁশকান্দিতে ডায়গনস্টিক সেন্টার চালু করায় বৃহত্তর এলাকার মানুষ উপকৃত হবেন। এতে উপস্থিত অনেকেই এইচসিএল গ্রুপের প্রশংসা করেন।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর। 

Author

Spread the News