ধলাইয়ের গঙ্গানগরে গুলির লড়াই, হত তিন মার উগ্রপন্থী

দেবু দাশ ও রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : এনকাউন্টারে খতম ধলাইয়ের আমড়াঘাট কৃষ্ণপুরের গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করা তিন জনজাতি উগ্রপন্থীকে। মঙ্গলবার বিকেলে তিন মার উগ্রপন্থীকে গ্রেফতারের পর রাতে তাদের নিয়ে কাছাড় পুলিশ ডেরায় হামলা চালাতে দু’পক্ষের গোলাগুলি শুরু হল। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন উগ্রপন্থী ক্যাডারের। স্থানীয়দের মতে রাত দু’টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে এও জানা যায় হত তিন জঙ্গির মধ্যে দু’জন  কাছাড়ের এবং একজন মণিপুরের বাসিন্দা।

সূত্রের খবর, পুলিশ সুপারের নেতৃত্বে রাতে তদন্ত চলাকালীন সময়ে ভুবন পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে উগ্রপন্থীরা। তখন গুলি চালায় পুলিশও৷ প্রায় ঘন্টাখানেক চলে গুলির লড়াই। দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলি লেগে মৃত্যু হয়েছে তদন্তের স্বার্থে সঙ্গে নিয়ে যাওয়া ধরা পড়া তিন উগ্রপন্থী ক্যাডারের। এনকাউন্টারে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের কয়েকটি বাহন। তবে এখনও নিহতদের নাম ও ঠিকানা ও সংগঠনের নাম জানা যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আমড়াঘাট বাজার থেকে টিল ছুড়া দূরত্বে থাকা আমড়াঘাট মতিনগর-এসএসডি পূর্ত সড়কের গঙ্গানগর কৃষ্ণপুর তেমাথায় অথ্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ তিন জনজাতি উগ্রপন্থীকে গ্রেফতার করে কচুদরম পুলিশ। সাদা পোশাকে বিকেল সন্দেহবসত স্থানীয় একটি অটোতে তল্লাশি চালায় পুলিশ, আর এতে একটি নাইলনের বস্তায় বাধা অবস্থায় আগ্নেয়াস্ত্র দেখতে পায় পুলিশ। আর তখন আটোতে থানা তিন জনজাতি যুবকের মধ্যে দু’জনকে ধরে ফেলে পুলিশ, তবে একজন পালিয়ে যায়। শেষ পর্যন্ত কচুদরম থানার ওসি খনেন্দ্র নাথ সহ কামান্ডো বাহিনী অভিযান চালিয়ে  তৃতীয় যুবককেও গ্রেফতার করতে সক্ষম হন। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী গুলি ছুঁড়ে চেকারচামে আতঙ্ক সৃষ্টি করেছিল।

Author

Spread the News