ভোটে লড়ছেন জেলবন্দি খলিস্তানি নেতা অমৃতপাল!
২৫ এপ্রিল : লোকসভা ভোটে লড়তে চলেছেন জেলবন্দি খলিস্তানি নেতা অমৃতপাল সিং! ঠিক এমনটাই দাবি করেছেন তাঁর আইনজীবী রাজদেব সিং খালসা। পঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত বছর জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার হন খলিস্তানি নেতা অমৃতপাল। বর্তমানে তিনি অসমের ডিব্রুগড়ের জেলে বন্দি রয়েছেন।
বুধবার আইনজীবী রাজদেব সিং খালসা জানিয়েছেন, জেলে গিয়ে অমৃতপালের সঙ্গে দেখা করে তিনি তাঁকে ভোটে লড়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আর তাতে অমৃতপাল রাজিও হয়েছেন। যদিও অমৃতপালের বাবা তারসেম সিংয়ের এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবারই জেলে ছেলের সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে অমৃতপাল ভোটে দাঁড়ানোর ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন বলে দাবি তাঁর বাবার।
‘ওয়ারিশ পঞ্জাব দে’ (Waris Punjab De) সংগঠনের নেতা অমৃতপাল গত বছর দলের সমর্থকদের নিয়ে অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে হামলা চালান। থানায় বন্দী দলের অন্যতম সহযোগিকে উদ্ধার করতেই চড়াও হয়েছিলেন তিনি। তারপর তিনি অনেকদিন পুলিশের থেকে লুকিয়ে ছিলেন। কিন্তু গত বছর ২৩ এপ্রিল পঞ্জাবের মোগা থেকে গ্রেফতার করা হয় অমৃতপালকে। তারপর থেকেই জেলবন্দি রয়েছেন তিনি। (ফাইল ছবি)