বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ইংরেজি নববর্ষের প্রথম দিনেই অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের চলতি বছরের প্রথম ক্যাবিনেট বৈঠক। গুয়াহাটির কইনাধরায় ‘নতুন দিনের আলাপ’ অনুষ্ঠানের মাধ্যমে সংবাদমাধ্যমকে সম্বোধনের পরই এই বছরের অসম মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে কইনাধরায় অনুষ্ঠিত এই ক্যাবিনেট বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে মূলত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্তগুলো হল ক্যাবিনেটে রাজ্যের শিক্ষা খাতকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সমগ্র অসমে ১০০টি বিদ্যালয় নির্মাণের জন্য ক্যাবিনেটে ৪৫৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য পরিষেবায় ক্ষেত্রে-
এমএমসিএইচ ও কালাপাহাড় চত্বরকে কেন্দ্র করে ৮০০ শয্যাবিশিষ্ট একটি সাধারণ হাসপাতালসহ একটি মেডিকেল কলেজ নির্মাণের জন্য ক্যাবিনেট ১,২০১.১৬ কোটি টাকার সংশোধিত প্রশাসনিক অনুমোদন প্রদান করেছে।
উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনে অনুষ্ঠিত এই ক্যাবিনেট বৈঠকে একাধিক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। আলোচনার শেষে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে লেখেন-‘নতুন দিনের আলাপ’ অনুষ্ঠান সমাপ্ত করে নতুন বছরের উদ্দীপনা নিয়ে আজ এই বছরের অসম মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত করা হয়। ওই বৈঠকে অন্যান্য বিষয়ের আলোচনার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে মূলত দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’


