রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠান শুরু হল। অনুষ্ঠানে ডি.লিট (D.Litt) ডিগ্রিতে সম্মানিত করা হল আইজিপি পার্থসারথি মহন্তকে। সোমবার সমাবর্তন অনুষ্ঠানে এই গৌরবময় সম্মান প্রদান করা হয় আইজিপি মহন্তকে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কলকাতার বেলুড় মঠস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর প্রো-চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দজির হাত থেকেই IGP পার্থ সারথি মহন্ত ডি.লিট ডিগ্রি গ্রহণ করেন।

উল্লেখ্য, ডি.লিট ডিগ্রি প্রাপ্ত অসমের প্রথম পুলিশ আধিকারিক হিসেবে পার্থসারথি মহন্ত একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন।



