দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির নেতৃত্বে কাটিগড়া কেন্দ্রে প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদে যোগদান করেছেন। এই ঐতিহাসিক যোগদান অনুষ্ঠানে অগপর ভ্রাতৃসংগঠন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর উপস্থিত হয়ে বক্তব্যে বলেন, “বিগত দিনে কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়ের উপর শোষণতন্ত্র চালিয়েছে, যার ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। সংখ্যালঘুরা আর কংগ্রেসের ভোটব্যাঙ্কের রাজনীতির শিকার হবে না।” অনুষ্ঠানটি কাটিগড়া সমষ্টির যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। যুব পরিষদের কাছাড় জেলা সভাপতি রূপন মোদক বলেন, “কাছাড়ের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে অগপর ভ্রাতৃসংগঠন যুব পরিষদের নেতা ও কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলীয় আদর্শ ও নীতিকে জনগণের সামনে তুলে ধরছে। এতে দলের অগ্রগতি হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে যুব পরিষদের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে অগপ কাছাড় জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন মজুমদার, কার্যকরী সদস্য শংকু দাস, যুব পরিষদের উপসভাপতি ও কাটিগড়া সম্প্রস্তির তত্ত্বাবধায়ক আকবর হোসেন লস্কর, উপসভাপতি আইয়াজ উদ্দিন বড়ভূইয়া (মান্না), কার্যালয় সম্পাদক হিবজুর রহমান তালুকদার, যুব পরিষদের সদস্য দিদারুল হক, মোহাম্মদ উসামা, কৃষক পরিষদের জেলা উপসভাপতি বিমলেন্দু সিনহা, অগপ কাটিগড়া বিধানসভা কেন্দ্রে সম্পাদক চন্দন দাস ও ইবাজুল লস্কর, মহিলা পরিষদের প্রাক্তন সভানেত্রী দেবযানী দাসসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। যোগদানকারী যুবকেরা অগপের উন্নয়নমুখী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি জানান।স্থানীয় যুব সমাজের এই সিদ্ধান্ত কংগ্রেসের প্রভাব কমাতে অগপের জন্য নতুন গতি সঞ্চার করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। সম্পূর্ণ সভাটি পরিচালনা অগপর কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি মণিতন সিংহ। অগপর এই যোগদান কাছাড়ের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয়রা মত প্রকাশ করছেন।



