হিমন্ত সরকার বন্যাপীড়িতদের পাশে রয়েছে, পবিত্র মার্ঘেরিটা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জুলাই : বরাকের বন্যার পরিস্থিতি ও পীড়িতদের খোঁজ নিতে শিলচর পৌঁছলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার  নির্দেশে সোমবার শিলচরে পৌঁছেন। এদিন বিকেলে শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন এইচএস স্কুলে আদর্শ ত্রাণ শিবিরের পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি শিবিরের শরনার্থীদের সঙ্গে কথা বলেন ও ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য পাবেন বলে আশ্বাসও দেন। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বলেন, অসমের বন্যা মোকাবিলায় যেভাবে বিজেপি নেতৃত্বাধীন হিমন্ত বিশ্ব শর্মার সরকার যেভাবে বন্যাপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে, সেটা বিগত দিনে কোনও সরকার করেনি। মুখ্যমন্ত্রী ফোনে বিধায়ক ও মন্ত্রীদের কাছ প্রতিনিয়ত বন্যার পরিস্থিতির খোঁজ নিচ্ছেন ও বন্যায় পীড়িতদের পাশে থাকার নির্দেশ দিয়ে চলেছেন।

অন্যদিকে, জেলা প্রশাসনের কর্মকর্তারাও দিন-রাত ত্রাণ শিবিরগুলিতে থাকা বন্যাপীড়িতদের সেবায় কাজ করে যাচ্ছেন। কংগ্রেস প্রাকৃতিক দুর্যোগ বন্যাকে নিয়ে সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। এ দিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সোম, কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), দেবাশিস সোম, প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা সহ অন্যান্যরা।

এ দিকে, বানভাসিরা মন্ত্রীকে জানান ২০২২ সালের ভয়াবহ বন্যার সরকারি ক্ষতিপূরণ আজও পাননি। এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাহায্য প্রদান করতে মন্ত্রীর কাছে আর্জি জানান শিবিরে আশ্রিত শিলচরের বন্যার্তরা।

Author

Spread the News