নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা বাহনের, মৃত্যু তিন প্রকৌশলীর
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : ভয়াবহ দুর্ঘটনা নুমালিগড়ে ! নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে টিয়াগো বাহনের। এই মর্মান্তিক দুর্ঘটনার সংঘটিত হয় শনিবার রাতে নুমালিগড়ের ৩৯ নম্বর জাতীয় সড়কে। এএস ১৯পি ৯৫০৬ নম্বরের বিলাসবহুল বাহনটি দেওপাহে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত তিনজনই পেশায় প্রকৌশলী।
এতে দুই প্রকৌশলী গুরুতর আহত হন। তাঁরা সবাই এনআরএল ঠিকাদার পিকেসির কর্মচারী।
নিহতরা হলেন নগাঁওয়ের প্রকৌশলী দেবজিৎ বরদলৈ এবং জাগিরোডের প্রকৌশলী পার্থ প্রতিম বাংথাই ও মরিঙের ৫ নম্বর রংবরঙের ঠিকাদার বিরিঞ্চি বরা।
আহত ভৃগু শর্মা এবং কল্পজ্যোতি শইকিয়াকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে।