হাইলাকান্দি রাধারমন সেবাশ্রমে বস্ত্র বণ্টন হৃদয় এনজিও-র

হাইলাকান্দি রাধারমন সেবাশ্রমে বস্ত্র বণ্টন হৃদয় এনজিও-র

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। রবিবার হাইলাকান্দি রবীন্দ্র সরণীতে অবস্থিত রাধারমন সেবাশ্রমে বস্ত্র বিতরণ করা হয়। প্রায় ১০০ জন মহিলার হাতে শাড়ি তুলে দেন। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা বিগত কয়েক বছর ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছে।

হাইলাকান্দি রাধারমন সেবাশ্রমে বস্ত্র বণ্টন হৃদয় এনজিও-র

এবার জেলার বাইরে অর্থাৎ হাইলাকান্দি শহরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হৃদয়। রাধারমন আশ্রমের সভাপতি ক্ষিতীশ পাল সম্পাদক আসিস দে কেন্দ্রীয় কমিটির সভাপতি সত্য রায় অন্যান্যরা উপস্থিত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সভাপতি গুনজ্যোতি দত্ত, সহ-সভাপতি উৎপল দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংস বণিক, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপরঞ্জন পাল, সদস্য ঝুনুকুমার দাস, মান্না রায় ও অনুপম দে।

হাইলাকান্দি রাধারমন সেবাশ্রমে বস্ত্র বণ্টন হৃদয় এনজিও-র

Author

Spread the News