মারকুলিন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক যুবক
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : গাঁজার পর হেরোইন উদ্ধার লক্ষীপুরে। মারকুলিন থেকে এক কোটি টাকার হেরোইন উদ্ধার করে পুলিশ। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় পুলিশ। মণিপুর দিক থেকে আসা এএস ১১ ডিসি ৮৫১০ নম্বরের একটি অটো আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হেরোইন ভর্তি ১৫টি সাবান কেস। যার ওজন ১৯৮.০১ গ্রাম। আব্দুল সাহিদ (৩২) নামে এক পাচারকারীকে আটক করে পুলিশ। তার বাড়ি জিরিঘাটের লালপানি দ্বিতীয় খণ্ডে।
উদ্ধার করা মাদকের কালোবাজারে এর মূল্য এক কোটি টাকা হবে বলে জানান পুলিশ আধিকারিক। এ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।