বদরপুর-মাছিমপুরে স্বাস্থ্য শিবির ব্রেকথ্রুর

বদরপুর-মাছিমপুরে স্বাস্থ্য শিবির ব্রেকথ্রুর

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : বদরপুর-মাছিমপুর গ্রাম পঞ্চায়েতের ১৫৭৪ নং মাছিমপুর এলপি স্কুলে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
বড়খলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা গ্রামের ১৮০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। মঙ্গলবার আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ ওফিসার ডাঃ রেজমা বেগম লস্কর, ডাঃ আব্দুল মতলিব লস্কর, ফুলেস্বর টেরন সহ অন্যান্যরা।

বদরপুর-মাছিমপুরে স্বাস্থ্য শিবির ব্রেকথ্রুর

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার এর পক্ষ থেকে সাবির আহমেদ মাঝারভূইয়া, ইসলামুল হক লস্কর এলাকার জনসাধারণ সহ জেলা স্বাস্থ্য বিভাগ, বড়খলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সহায়তা করার জন্য সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মেডিক্যাল ক্যাম্পে এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন সংগঠনের পক্ষ থেকে প্রেমানন্দ দাস, আপন লাল দাস প্রমুখ।

Author

Spread the News