সোনাই আসন ফের দখল করে বিজেপি : রূপম সাহা
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : সোনাই আসন ফের দখল করে বিজেপি এমনটাই দাবি করেছেন জেলাসভাপতি রুপম সাহা। মঙ্গলবার সোনাই মণ্ডল বিজেপির আয়োজিত সংবর্ধনা সভায় দৃঢ়তার সঙ্গে এমনটাই দাবি করেন। তিনি বলেন, বিধায়ক না থাকলে কি হল কেন্দ্র ও রাজ্যে বিজেপির সরকার রয়েছে। জেলাসভাপতি কারও নামোল্লেখ না করে বলেন, সোনাইয়ে বিজেপির বিধায়ক ছিলেন। বিজেপি তা?কে রাজ তিলক পরিয়েছিল। কিন্ত বেশি টিকতে পারেননি দলে। খোলস পাল্টে কংগ্রেসে নাম লিখিয়ে এখন তার মুখে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে সমালোচনা মানায় না। তিনি বলেন, দলের মেরুদণ্ড পৃষ্টাপ্রমুখ, পান্নাপ্রমুখ, বুথ সভাপতিরা দিনে দু’ঘণ্টা করে সময় দিতে পারলে অনায়াসে বিজেপি পঞ্চায়েত নির্বাচন ও আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই দখল করতে পারবে।
দলীয় সাংগঠনিক প্রতিনিধিদের মনোবল বাড়াতে গিয়ে বলেন, কংগ্রেসের কিছু ভোট বিশেষজ্ঞ ব্যর্থ হয়ে বলছেন সোনাইয়ে আর বিজেপি ঘুরে দাড়াতে পারবে না। তাদের সমীকরণ পাল্টে দিয়ে তিনি বলেন, সংখ্যালগুরা এখন বিজেপির পাশে রয়েছেন। বিগত লোক সভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত শ্রীভূমিতে বিজেপি প্রার্থী বিজয়ী হয়েছেন অনুরূপভাবে সংখ্যালঘু অধ্যুষিত সামাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি দখল করতে সক্ষম হয়েছে। পঞ্চায়েত নিাবাচনে বিজেপি জিপি এপি ও জেলা পরিষদ আসনগুলো দখল করতে পারলে অনায়াসে বিধানসভা নির্বাচনে সোনাই পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। তবে এজন্য এখন থেকে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। দলের কার্যকর্তাদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে বিজেপি সরকারের জনমুখী কাজকর্ম নিয়ে আলোচনা করতে হবে।


তিনি পরিষ্কার ভাষায় বলেন, ডবল ইজ্ঞিন সরকারের উন্নয়নমুলক কাজকর্মে ভীত হয়ে রাজ্যে কংগ্রেস এখন ফেরার। বিজেপির সমালোচনা ছাড়া তাদের আর কোনও কাজ নেই। তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, ফের রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপির সরকার। অবস্থা বিবেচনা করে এখন থেকে কংগ্রেস পাঁচ ছয় জন বিধায়ক বিজেপিতে ভিড়তে চাইছেন। এ দিনের সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি রাজেশ দাস, সম্পাদক অভ্রজিত চক্রবতী, সৌমিত্র কুমার দেব, গোপালকান্তি রায় প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি ভজন সেন, রামেশ্বর শর্মা, পুরনেত্রী শিলুরানি দাস, ওয়ার্ড সদস্য বিভাশিস রায়, মণিলাল ধর, আজাদ হোসেন লস্কর, হামিদুল ইসলাম লস্কর সম্পাদক দিপুকুমার দাস, সুমন রায় প্রমুখ।