অপহৃত স্কুল পড়ুয়ার লাশ উদ্ধার
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনসুকিয়ার অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার হল। বুধবার সকালে মৃত অবস্থায় পাওয়া যায়৷ গত সপ্তাহে অরুণাচল প্রদেশে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করেছিল শিশুটিকে।
সূত্র জানায়, নিহত রোহিত বাহাদুর ছেত্রীর লাশ তার অপহরণ স্থান থেকে অল্প দূরে কালীখোলা এলাকায় পাওয়া গেছে। অপহরণকারী নিজেই লাশের অবস্থান প্রকাশ করেছে।
রোহিত বাহাদুর ছেত্রী ২২ জুলাই সানপুরা গ্রামের কাছে অপহৃত হয় এবং তারপর থেকে নিখোঁজ ছিল। ছেলের বাবা নুর বাহাদুর ছেত্রী অভিযুক্ত অপহরণকারীর কাছ থেকে ২৫ লক্ষ টাকা দাবি করে মুক্তিপণের ফোন পেয়েছিলেন। অপহরণকারী পরে মুক্তিপণ কমিয়ে ২-৩ লক্ষ টাকা করে দেয় কিন্তু টাকা না দিলে বা পুলিশকে সতর্ক করা হলে রোহিতকে মেরে ফেলার হুমকিও দেয়।
ছেলের জীবনের ভয়ে দাবিকৃত তহবিল সংগ্রহ করতে এক কথা সংগ্রাম করছেন নূর বাহাদুর ছেত্রি। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন।
সানপুরা থানায় একটি এফআইআর নথিভুক্ত করেন। যার ফলে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে, সন্দেহভাজনরা ছেলেটিকে হত্যার কথা স্বীকার করেছে এবং কোথায় তারা তার লাশ ফেলেছিল তা প্রকাশ করেছে।