গুয়াহাটিতে দিনদুপুরে টাকা, পিস্তলসহ সজীব গুলি লুট

বরাক তরঙ্গ, ৬ জুলাই : গুয়াহাটি মহানগরে দিনদুপুরে রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি চার চাকা বাহনের জানালা ভেঙে এবং একটি পিস্তলসহ সজীব গোলাবারুদ লুট করে। একই সঙ্গে হাতিয়ে নেয় নগদ ২৬ হাজার টাকা।
শনিবার বেলতলা সার্ভেতে ডাকাতির ঘটনাটি ঘটেছে।

জানা যায়, লখিমপুরের বাসিন্দা ওয়াসিম হাজরিকার গাড়ি (AS 01 FW 0513) ডাকাতরা ছিনতাই করে। ওয়াসিম তার গাড়ি রাস্তার কাছে পার্ক করে দোকানে গিয়েছিলেন। তিনি দিসপুর পুলিশে এ নিয়ে অবগত করেছেন।
ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।

Author

Spread the News