কাবুগঞ্জে ফিউচার মাইন্ডস এনজিও-র বিনামূল্যে শাকসবজি, চাল-ডালের স্টল
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : পবিত্র রমজান উপলক্ষে দক্ষিণ কাছাড়ের নবগঠিত সংস্থা কাবুগঞ্জের ফিউচার মাইন্ডস এনজিও-র রমজানে ব্যাতিক্রমী কার্যসূচী হাতে নিয়েছে। রবিবার এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। কাবুগঞ্জ-আমড়াঘাট পূর্ত সড়কের খাদিমের শো রুমের সামনে একটি ব্যাতিক্রমী স্টল বসানো হয়েছে সংস্থার তরফে। এই স্টলে অসহায় লোকদের সাহায্য করতে বিভিন্ন খাদ্য সামগ্রী রাখা হয়েছে। প্রতিদিন অসহায় লোকরা এখান থেকে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন ডাল, চাল, পিয়াজ, রসুন, তেল, কাঁচা সবজি ইত্যাদি নিতে পারবেন।
এদিন সংস্থার সম্পাদক নজমুল হুসেন লস্কর সংবাদ মাধ্যমকে জানান, এলাকাবাসী যদি সহযোগিতা করেন তাহলে এই স্টলটি ধারাবাহিকভাবে চলবে। রমজান উপলক্ষে যদিও শুরু করা হয়েছে তবে শুধুমাত্র এক সম্প্রদায়ের মানুষের জন্য নয় যেকোনো সম্প্রদায়ের অসহায় লোকরা এখান থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে নিতে পারেন।
এছাড়া তিনি বলেন, এই স্টলটির স্লোগান হচ্ছে, প্রয়োজনে নিয়ে যান, সামর্থ অনুযায়ী দিয়ে যান। তাই এলাকাবাসীর কাছে তিনি হত অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জনিয়েছেন। প্রচার সম্পাদক জাবির হুসেন লস্কর বলেন, তারা কয়েকজন সংস্থার সদস্যদের আর্থিক সহযোগিতায় এই মহান কাজটি শুরু হয়েছে। যাঁদের প্রয়োজনের অধিক রয়েছে তারা মুক্ত হস্তে এখানে দান করতে পারেন। এছাড়া যাদের অতিরিক্ত ফসল রয়েছে তাও দান করতে পারেন। আগামী ২০ মার্চ থেকে এখানে কাপড় ও রাখা হবে বলেও জানান তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলম হুসেন লস্কর, নজমুল হক লস্কর, সালিক আহমেদ লস্কর, জুবেল লস্কর প্রমুখ।