বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : কাছাড় পুলিশ মাদকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযান চালিয়ে শিলচর বাইপাস ও কাজিডহর এলাকা থেকে ৩৬৬ গ্রাম হেরোইন উদ্ধার সহ চার পাচারকারীকে আটক করে।
বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য অনুমানিক ২ কোটি ৭৫ লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস।
আটক করা চারজন ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।


