মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : কাটিগড়া বিধানসভা এলাকায় কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। খেলমা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী বিউটি রায়সহ মোট চারজন গ্রুপ সদস্য কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার হাত ধরে কংগ্রেস ছেড়ে আসা পঞ্চায়েত প্রতিনিধিরা বিজেপিতে যোগ দেন। এদিন নবাগত সদস্যদের গেরুয়া উত্তরীয় ও দলীয় টুপি পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই এই পঞ্চায়েত প্রতিনিধিরা বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের এই যোগদানের ফলে কাটিগড়া এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে আশাবাদ প্রকাশ করেন দলীয় নেতারা।



