বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : শনিবার ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাসের হাত ধরে ধলাই বিধানসভা কেন্দ্রের শ্যামাচরণপুর ও জীবনগ্রাম জিপিতে মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস ও উদ্বোধন হয়েছে। এদিন শ্যামাচরণপুর জিপির ওয়েস্ট জামালপুর ১২৫ নং মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস ও ১২৬ নং মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক নীহাররঞ্জন দাস। পরে মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস ও উদ্বোধন শেষে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।
এদিনের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠানের পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, একটা শিশু শুধু আগামীদিনের ভবিষ্যৎ নয়, বরং দেশের সম্পদ। এই সম্পদকে সঠিকভাবে গড়ে তুলতে সরকারের এই বিশেষ প্রয়াস। তাই সরকারের এই উদ্যোগের সঠিক রূপ দিতে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বে শিক্ষার বিকাশে পরিবর্তন এসেছিল বলে মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন বর্তমানে কেন্দ্রে নরেন্দ্র মোদি ও রাজ্যে ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষার বিকাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে ২৫ লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে অত্যাধুনিক মডেল অঙ্গনবাড়ি নির্মান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মার দুরদর্শী নেতৃত্বের ভূয়শী প্রশংসা করেন বিধায়ক নীহার রঞ্জন দাস।
উল্লেখ্য, এদিনের পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি ময়না মিয়া লস্কর, শ্যামাচরণপুর জিপি সভাপতি পৃথীশ চন্দ্র দাস প্রমুখ।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামাচরণপুর জিপির প্রাক্তন সভাপতি গৌতমকান্তি দাশ, সমাজসেবী কমলরঞ্জন দাস, পরিমল দাস, মকবুল হোসেন বড়ভূইয়া প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় আধিকারিক সিদ্ধার্থ ভট্টাচার্য মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের বিস্তারিত তথ্য জনসম্মুখে তুলে ধরেন। সুন্দরভাবে ভবনটি নির্মাণের জন্য কমিটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।



