দোহালিয়ায় অবৈধ ফিশারির বাঁধ কাটল বনকর্মীরা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : ফের অবৈধ দখলদারির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো বন বিভাগ। বুধবার দোহালিয়া ফরেস্ট বাদশাহিটলা রিজার্ভে হল দুটি অবৈধ ফিশারির বাঁধ। এদিন বন বিভাগের দোহালিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জকর্তার নেতৃত্বে জেঞ্জের বন কর্মী সিআরপিএফ বাহিনী সহ প্রটেকশন টিমের কর্মীদেরকে সঙ্গে নিয়ে ডেঙ্গুরাছড়া সংরক্ষিত বনাঞ্চলে হানা দিয়ে দু’টি অবৈধ ফিশারীর বাঁধ কেটে জল বের করে দেন। এতে প্রায় চার হেক্টর পরিমান বনভূমি বেদখল মুক্ত হয় বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
এনিয়ে গত তিন দিনের অভিযানে প্রায় চল্লিশ হেক্টর পরিমান বনভুমি বেদখল মুক্ত হয়। বুধবারের এই অভিযানে বন বিভাগের পক্ষে অভিযানে ছিলেন রেঞ্জকর্তা প্রণব কলিতা বিটকর্তা মাকসুদ আহমেদ লস্কর বনকর্মী দিলোয়ার হোসেন প্রমুখ। বন বিভিগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে রেঞ্জকর্তা প্রণববাবু।