লক্ষীপুরে যুবককে পিটিয়ে হত্যা করল পাঁচ যুবক

বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : এক যুবককে পিটিয়ে হত্যা করল পাঁচ যুবক। ঘটনাটি ঘেটেছে লক্ষীপুরের বড় মামদা জিপি এলাকায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দলবল নিয়ে উপস্থিত হন লক্ষীপুর থানার ওসি কমলেশ সিং। তিনি যুবকের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পাঁচ যুবককে গ্রেফতার করে। বছর ৩৬ এর মৃত যুবক কাপ্তানপুর প্রথম খণ্ডের নন্দকুমার সিংহের ছেলে কৃষ্ণনন্দ সিংহ। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফুলেরতল ব্রিজ রোডে একটি বারের সামনে কৃষ্ণনন্দ সিংহের সঙ্গে পাঁচজন যুবকের তর্কবিতর্ক শুরু হলে শেষ পর্যন্ত হাতাহাতি হয়। কৃষ্ণনন্দ সিংহ প্রাণ বাঁচাতে কাপ্তানপুরের বক্তার হোসেন বড়ভূইয়াকে সঙ্গে নিয়ে এএস ১১ বি ৫৮৪০ নম্বরের ওয়াগানার গাড়ি চালিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করলে স্কুটি নিয়ে তার পেছনে ধাওয়া করে যুবকরা। কাপ্তানপুরের বক্তার হোসেন বড়ভূইয়া জানান, কারটি নিয়ে কৃষ্ণনন্দ সিংহ যখন ছোট মামদা জিপি এলাকায় প্রবেশ করেন তখন যুবকরা ওভারটেক করে তার কারের সামনে গিয়ে স্কুটি দাঁড় করিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অস্ত্র আঘাতে প্রাণ হারান কৃষ্ণনন্দ সিংহ।

লক্ষীপুরে যুবককে পিটিয়ে হত্যা করল পাঁচ যুবক

এ দিকে, ঘটনাস্থল থেকে এএস ১১ বি ৫৮৪০ নম্বরের একটি ওয়েগনার গাড়ি এবং এএস ১১ পি ৭৬১৯ নম্বরের একটি স্কুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের পাঁচ জন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে লক্ষীপুর থানায় নিয়ে আসে পুলিশ। এর মধ্য এক অভিযুক্তের নাম সূর্যকুমার সিংহ। আটক হওয়া পাঁচ জন যুবকের বাড়ি লক্ষীপুর থানাধীন কুঞ্জনলৈকাই গ্রামে।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News