বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : কৃষকদের সার্বিক উন্নয়ন এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে অগপর ভ্রাতৃ সংগঠন কৃষক পরিষদের শিলচর বিধান পরিষদের প্রথম কার্যকরী সভা বুধবার সন্ধ্যায় ট্যাঙ্ক রোডের অগপ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শিলচরের ট্যাঙ্ক রোড অগপ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় কৃষক পরিষদের শিলচর বিধান পরিষদের নতুন পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক পর্যায়ে পরস্পরের পরিচয় জমা হয়েছে। সভার সূচনায় কৃষক পরিষদের জেলা কমিটির সভাপতি ও সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর, অগপর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত শর্মা এবং মোমিনুল হক লস্কর, শাহিদ আহমেদ লস্কর প্রমুখকে কৃষক পরিষদের শিলচর বিধান পরিষদের সভাপতি কুতুব উদ্দিন বড়ভূইয়া অসমিয়া গামছা দিয়ে সম্মানিত করেন।
সভায় কৃষক পরিষদের জেলা সভাপতি আহমেদ শাহিদ লস্কর বলেন, কৃষকদের সার্বিক উন্নয়নের স্বার্থে অগপ দলের কেন্দ্রীয় সভাপতি এবং কৃষিমন্ত্রী অতুল বরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষক সমাজের উন্নতি ঘটিয়ে চলেছেন। কৃষক পরিষদ এই প্রকল্পগুলোকে তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য অবিরত কাজ করে যাচ্ছে।সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর সভায় বলেন, অগপ দল আগামী বিধানসভা নির্বাচনে সাফল্য অর্জনের জন্য সকল স্তরের নেতা-কর্মীদের তৃণমূল স্তরে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি সকলকে সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।কৃষক পরিষদের শিলচর বিধান পরিষদের সভাপতি কুতুব উদ্দিন বড়ভূইয়া সভায় জানান, তিনি সমগ্র শিলচরের গ্রামাঞ্চলের কৃষকদের সাথে যোগাযোগ স্থাপন করে সংগঠনের কার্যক্রম বিস্তার করছেন। আগামী নির্বাচনে কৃষক পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস দেন।
এদিন সভায় উপস্থিত ছিলেন কৃষক পরিষদের শিলচর বিধান পরিষদের সম্পাদক খালেদ লস্করসহ অগপর ভ্রাতৃ সংঘটনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সভায় কৃষকদের কল্যাণমূলক প্রকল্প এবং নির্বাচনী প্রস্তুতির উপর বিস্তারিত আলোচনা হয়।


