অসম কৃষক পরিষদ কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকরী সভা

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : অগপর শিলচর ট্রাঙ্ক রোডস্থিত কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো অসম কৃষক পরিষদ কাছাড় জেলা কমিটির প্রথম কার্যকরী সভা। শনিবার আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি মণিতন সিংহ, সাধারণ সম্পাদক মোমিনুল হক লস্কর, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর, যুব পরিষদের জেলা উপ সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়া (মান্না), সাংগঠনিক সম্পাদক আব্দুল তাহির চৌধুরী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।সভাটি বিশেষ গুরুত্বপূর্ন আলোচনা ও রণকৌশল নির্ধারণের মাধ্যমে কৃষক পরিষদকে কাছাড় জেলায় অধিক শক্তিশালী করার লক্ষ্যে সংগঠিত হয়। সভায় নতুন সদস্যদের পরিচিতি ও সম্মান জানানো হয়।

সদস্যরা কৃষকদের জন্য সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে গভীরভাবে আলোচনা করেন এবং কীভাবে প্রকৃত কৃষকরা এসব প্রকল্প থেকে সুফল পেতে পারবে, সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়।অসম কৃষক পরিষদ কাছাড় জেলার সভাপতি আহমেদ সাহিদ লস্কর, সহ-সভাপতি খালেদ মাসুক লস্কর, ও সম্পাদক কৌসুর ফরিদ লস্কর নেতৃত্বে সভাটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়। সংস্থাটি কৃষকদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি কাছাড় জেলার কৃষি উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অগপর শাখা সংগঠন হিসাবে অসম কৃষক পরিষদের কাছাড় জেলা কমিটি আগামী দিনে কৃষকদের সংগঠিত ও সক্রিয় করার মাধ্যমে তাদের সমস্যা সমাধানে অবিরাম চেষ্টা চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *