বাজেটে মন জয়ের চেষ্টা অর্থমন্ত্রী নির্মলার

১ ফেব্রুয়ারি : আজ, বৃহস্পতিবার  সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করলেন। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তবে লোকসভা নির্বাচনের কারণেই পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তবর্তী বাজেট। বাজেট পেশ করতে গিয়ে দরিদ্র, মহিলা, যুবসমাজ ও কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন। একের পর এক করলেন ঘোষণা।

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়  অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা_____

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিত্‍সা পরিষেবা পাবেন অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা। বাজেট পেশের সময় বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। তার ফলে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

মধ্যবিত্তদের জন্য বাড়ি তৈরির সুযোগ। ভাড়া বাড়ি বা বস্তিতে থাকেন এমন মানুষদের জন্য নিজের বাড়ি তৈরির সুযোগ দিতে নতুন প্রকল্প।

বাজেটে মন জয়ের চেষ্টা অর্থমন্ত্রী নির্মলার

বিগত ১০ বছরে কেন্দ্রীয় সরকারের সব কা সাথ, সব কা বিকাশ-এর লক্ষ্যপূরণের খতিয়ান তুলে ধরেছেন নির্মলা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সৌরবিদ্যুত্‍ সংক্রান্ত উল্লেখযোগ্য প্রতিশ্রুতিও দিলেন।

কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। বর্তমানে নতুন আয়কর নিয়মে ৭ লক্ষ টাকা অবধি আয়ে কোনও আয়কর দিতে হয় না। খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি টাকা থেকে বেড়ে ৩ কোটি হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমে ২২ শতাংশ হয়েছে।

৭৫ হাজার কোটি টাকার ঋণের প্রস্তাব গ্রহণ। বিকশিত ভারতের জন্য ৭৫ হাজার কোটি টাকার ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫০ বছরের সুদ মুক্ত।

Author

Spread the News