ভাড়া বৃদ্ধি, আভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের কার্যালয়ে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : ফেরি ভাড়া বৃদ্ধি না করার দাবিতে কাছাড় জেলার আভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্র প্রদান করেন ছোট দুধপাতিল এলাকার বাসিন্দারা। মঙ্গলবার কার্যনির্বাহী অভিযন্তার অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যালয়ের এসডিও স্মারকপত্র গ্রহণ করে। এরপর তারা বলেন যে গত ১ লা ফেব্রুয়ারি থেকে নদী পারাপারের নৌকাগুলোর লেসি দ্বিগুণ ভাড়া দাবি করছে। আগে নদী একদিকে পার হলে দু’টাকা এবং যাওয়া আসায় চারটাকা দিতে হত। গত মে মাসে একটি সরকারি নির্দেশ মতে এই ভাড়া ধার্য হয়েছিল। যদিও খুচরোর অভাবের জন্য জনগণের কাছ থেকে পাঁচ টাকা সংগ্রহ করত লেসিরা। কিন্তু হঠাৎ নৌকা ভাড়া দ্বিগুণ করে জনগণের উপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেয়া হয়।

ভাড়া বৃদ্ধি, আভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের কার্যালয়ে বিক্ষোভ

তারা এও বলেন, ছোট দুধপাতিল এলাকার মানুষ রোজী রোজগার, ছোট ব্যবসা, চিকিৎসা, পড়াশোনা ইত্যাদি প্রয়োজনে প্রতিদিন একাধিকবার নদী পারাপার করে। ফলে এই সিদ্ধান্তে জনগণের ঘাড়ে বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেয়া হয়েছে।
তারা দাবি জানায় যে এলাকার বাসিন্দাদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে নৌকা পারাপারের ভাড়া বৃদ্ধি যাতে না করা হয়। আজকের এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন অনিতা দাস, কালীতারা দাস, ঝর্ণা দাস, সুজিতা দাস, কল্পনা দাস, আশিস দাস প্রমুখ।

Author

Spread the News