বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : এবার গুয়াহাটি থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পল্টন বাজার পুলিশ।
একে আজাদ রোড এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দেওয়ার নামে প্রতারণা করছিলেন ওই ব্যক্তি।
ভুয়া চিকিৎসকের নাম সুমন ভট্টাচার্য। তিনি সেখানে একটি চেম্বার খুলে নিজেকে ক্যান্সার ও জটিল রোগের বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করতেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সুমন ভট্টাচার্য কলকাতা থেকে ABS এবং MD ডিগ্রির নথি দেখিয়ে নিজেকে যোগ্য চিকিৎসক দাবি করতেন। কাগজপত্রের সত্যতা যাচাই করতে গিয়ে সেগুলো ভুয়া বলে প্রমাণ মেলে। ঘটনায় আরও কারও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।


