ভকরারপার এলপি স্কুলে পরিচালন সমিতি গঠন নিয়ে উত্তেজনা, পণ্ড সভা

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : তীব্র উত্তেজনার মধ্যে নরসিংপুর শিক্ষা খণ্ডের অধিন ৮৬২ নং ভকরারপার এলপি স্কুলের পরিচালন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সাধারন সভা মাঝ পথে পণ্ড হয়ে যায়।

পরিচালন কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে টানটান উত্তেজনা বিরাজ করছিল স্কুল চত্বরে। উত্তেজনাকর পরিস্থিতি দেখে স্কুলে মোতায়েন করা হয় পুলিশ। দুপুর বারোটা নগাদ যথারীতি সভা শুরু হয়। বিভাগীয় অবজারভার সাব ইন্সপেক্টার অব স্কুল মেহবুব হোসেন লস্করের উপস্থিতিতে সভা আরম্ভ হলেও উপস্থিত অভিভাবকদের মধ্যে টানটান উত্তেজন বিরাজ করে। সরকারি গাইড লাইন অনুসারে সদস্য ও সহসভানেত্রী বাচাই পর্ব সুন্দর ভাবে শেষ হলেও সভাপতি মনোনয়ন নিয়ে দেখা দেয় বিভ্রান্তি। সভাপতি আসনে চার জন প্রত্যাশীর নাম উঠে আসায় অভিভাবকদের হাত তুলে ভোট নেওয়ার প্রস্ততি শুরু হয়। এমন সময় এক ছাত্রের অভিভাবককে নিয়ে মতানৈক্য দেখা দিলে সভায় হুলুস্থুল কাণ্ড ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে সভা স্থগিত ঘোষণা করে বেরিয়ে যান এসআই মেহবুব হোসেন লস্কর। অন্যদিকে, একাংশ অভিভাবক উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক হোসেন আহমেদ বড়ভূইয়ার উপর চড়াও হন। উপস্থিত পুলিশ বাহিনী ঘরের দরজা বন্ধ করে শিক্ষককে রক্ষা করেন। পুলিশ জনতাকে স্কুল থেকে বের করে গেটে তালা লাগিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন।

এদিকে, এসআই মেহবুব হোসেন  সংবাদ মাধ্যমকে জানান, সরকারি গাইড লাইন অনুসারে সদস্য ও সহ সভানেত্রী মনোনয়ন করা হয়েছিল। সভাপতি আসন চারজন প্রার্থী থাকায় উত্তেজনাকর পরিস্থিতিতে সভাপতি চয়ন করা সম্ভব হয়নি। এক সপ্তাহের মধ্যে ভোটের মাধ্যমে সভাপতি বাছাই করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News