সোনাবাড়িঘাট বাজারে ধুলোর ঝড়, অতিষ্ঠ ব্যবসায়ীদের সড়ক অবরোধের হুমকি

সোনাবাড়িঘাট বাজারে ধুলোর ঝড়, অতিষ্ঠ ব্যবসায়ীদের সড়ক অবরোধের হুমকি

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : ধুলোর ঝড়ে অতিষ্ঠ সোনাবাড়িঘাট বাজার এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ধুলোর ঝড় থেকে রেহাই দিতে কোন ব্যবস্থা না নেওয়ায় সরব হলেন ব্যবসায়ীরা। বেধে দিলেন সময়সীমা, অন্যথায় সড়ক অবরোধে নামতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন ব্যবসায়ীরা। শুক্রবার বাজারের বেশ কয়েকজন দোকানী সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দেন রবিবারের ভেতরে প্রশাসন বা সংশ্লিষ্ট বিভাগ কোন পদক্ষেপ না করলে তারা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। এদিন ব্যবসায়ী মায়ন উদ্দিন, অপু মজুমদার, মিলু চৌধুরী, আমির হোসেন লস্কর, মহিবুর রহমান, জাভেদ চৌধুরীরা বলেন প্রায় তিন মাস ধরে তারা এই কৃতিম সমস্যায় ভুগছেন। বৃষ্টি হলে কাঁদায় থৈ থৈ আর রোদ হলে ধুলোর ঝড় সইতে হচ্ছে তাদের।

সোনাবাড়িঘাট বাজারে ধুলোর ঝড়, অতিষ্ঠ ব্যবসায়ীদের সড়ক অবরোধের হুমকি

অপু মজুমদার বলেন, গত ২১ অক্টোবর এই সমস্যার কথা তুলে ধরে জেলা আয়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। এবং ২২ অক্টোবর জেলা আয়ুক্ত মৃদুল যাদব সোনাবাড়িঘাট এমভি স্কুল পরিদর্শনে এলে সেখানেও ধুলোর সমস্যার কথা তুলে ধরে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কিন্তু এরপরও প্রশাসন কোন ব্যবস্থা নেইনি। ধুলোর ঝড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন দোকানীসহ সাধারণ মানুষ। লাঠে উঠেছে তাদের ব্যবসা। ধুলোর ঝড়ের কারণে ক্রেতারা মোটেই বাজারমুখি নন বলে জানান তিনি।

সোনাবাড়িঘাট বাজারে ধুলোর ঝড়, অতিষ্ঠ ব্যবসায়ীদের সড়ক অবরোধের হুমকি

ব্যবসায়ী আমির হোসেন লস্কর বলেন বাজারের প্রায় ৩০০ মিটার জাতীয় সড়কের উপর নেই কোন পিচ এতে গোটা বাজার ধুলোময় হয়ে উঠেছে। ব্যবসা তো দূর দোকান খুলে টিকে থাকাও মুশকিল হয়ে পড়েছে। তিনি বলেন, এমনিতেই বাইপাস হওয়ার কারণে মিজোরামগামী সমস্ত  যানবাহন চলাচল করার ফলে ধুলোর ঝড় বইতে থাকে। এরমধ্যে ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দরুন বাহনের সংখ্যাও বেড়ে উঠেছে। প্রশাসন বা বিভিন্ন রাজনৈতিক দলের যানবাহনের চলাচল করছে। এতে বাজার এলাকার জাতীয় সড়ক এক মরুপথে পরিণত হয়েছে। গোটা বাজার ধুলোময়। এই ধুলোর ঝড়ে বহু লোক সর্দি কাশিতেও ভুগছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন আগামী রবিবারের ভেতরে ধুলো থেকে নিস্তার না দিলে তারা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। আরেক ব্যবসায়ী মায়ন উদ্দিন বলেন, এই বাজার এলাকায় কাজ শুরু হওয়া না পর্যন্ত কমপক্ষে দুবার জল ছিটানোর ব্যবস্থা করা করা হোক। এবং সড়কের কাজ যেন সোনাবাড়িঘাট থেকে শুরু হয় এই দাবি জানান তিনি।

সোনাবাড়িঘাট বাজারে ধুলোর ঝড়, অতিষ্ঠ ব্যবসায়ীদের সড়ক অবরোধের হুমকি

এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোহেল চৌধুরী ইকবাল হোসেন, মনজুর মজুমদার, দীপক বড়ভূইয়া সহ অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় নিউ ইয়ং স্টার ক্লাবের কর্মকর্তারা।  

Author

Spread the News