সামাগুড়িতে সাংবাদিকদের উপর হামলা, নিন্দা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : নগাঁও জেলার সামাগুড়িতে বুধবার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার সময় কতিপয় বিজেপি নেতা ও সমর্থকদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা।
জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব আসাম (জুয়া)-র এফিলিয়েটেড বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে এ মর্মে এক বিবৃতিতে গণতন্ত্রের প্রহরী সংবাদ মাধ্যমকে সুরক্ষা দেবার বদলে শাসক দলের কর্মকর্তাদের এধরনের আচরণ অনভিপ্রেত। তিনি দোষীদের শাস্তি প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান।