সামাগুড়িতে সাংবাদিকদের উপর হামলা, নিন্দা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : নগাঁও জেলার সামাগুড়িতে বুধবার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার সময় কতিপয় বিজেপি নেতা ও সমর্থকদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা।

জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব আসাম (জুয়া)-র এফিলিয়েটেড  বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে এ মর্মে এক বিবৃতিতে গণতন্ত্রের প্রহরী সংবাদ মাধ্যমকে সুরক্ষা দেবার বদলে শাসক দলের কর্মকর্তাদের এধরনের আচরণ অনভিপ্রেত। তিনি দোষীদের শাস্তি প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান।

সামাগুড়িতে সাংবাদিকদের উপর হামলা, নিন্দা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার
সামাগুড়িতে সাংবাদিকদের উপর হামলা, নিন্দা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার

Author

Spread the News