করিমগঞ্জের রাস্তাঘাট মেরামতে বিশ কোটির মঞ্জুর, জানালেন মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : করিমগঞ্জ জেলার বিজেপি কর্মীদের সঙ্গে ভাব বিনিময় করতে সীমান্ত শহরে এসে কার্যকর্তা সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সম্মেলন শেষে আবর্ত ভবনে মধ্যাহ্ন আহার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুরুতেই ধিং এ সংঘটিত নারী নির্যাতনের কথা তুলে ধরে রাজ্যে মহিলা নির্যাতন রোধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান। পুজোর আগে নয়, উপনির্বাচনের পনেরো দিন পরেই মন্ত্রিসভা সম্প্রসারণ করার কথা জানিয়ে দিলেন তিনি। এই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন করিমগঞ্জের একজন বিধায়ক। এদিকে, শহরের রাস্তাঘাট পুজোর আগে অর্থাৎ দু’মাসের মধ্যেই ঠিক করা হবে এবং এরজন্য আজ বিশ কোটি টাকার মঞ্জুরি দিয়েছেন তিনি বলেও জানিয়ে দিলেন।
অন্যদিকে, বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। বলেন, কতজন মানুষই বা এদেশে আসবেন, বেশিরভাগ মানুষদের তো ওখানেই থাকতে হবে। বাংলাদেশে টেক্সটাইল মিল বন্ধ হয়ে পড়ায় সেই সব মিলের শ্রমিকরা ভারতে আসতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।