কালীপুজোর উপহার মুখ্যমন্ত্রীর, ২৮শে মাইনে

কালীপুজোর উপহার মুখ্যমন্ত্রীর, ২৮শে মাইনে

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : আসছে কালীপূজা ও দীপাবলি। দুর্গোৎসবের   পরই হয় কালীপুজো। কিন্তু বাঙালি বৃহৎ উৎসব হল দুর্গোৎসব তাই এই উৎসবে কেনাকাটা, খাওয়া-দাওয়া, আনন্দ উল্লাসে প্রায় সবারই পকেট খালি হয়ে যায়। আবার কালী পূজা ও দীপাবলি অন্যতম আরও একটি উৎসব হিন্দু বাঙালিদের। এই উৎসবেও খরচ কম নয়। আগামী ৩১ অক্টোবর কালীপুজো এসব মাথায় রেখে কালীপূজার উপহার হিসেবে নির্ধারিত তারিখের আগেই মাইনে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই রাজ্য সরকারের কর্মচারীদের চলতি মাসের মাইনে ৩০ তারিখের বদলে ২৮ তারিখ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী এমন ঘোষণায় সবার মুখে হাসি ফুটে উঠেছে। পাশাপাশি অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছেন।

কালীপুজোর উপহার মুখ্যমন্ত্রীর, ২৮শে মাইনে

Author

Spread the News