দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাজকর্মে সন্তোষ প্রকাশ করলেন অগপ কাছাড় জেলা কমিটির কমকর্তারা। সোমবার সন্ধ্যারাতে অগপ কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, কংগ্রেসের শাসনকালে উন্নয়নে নানা সমস্যা ছিল, কিন্তু বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে উন্নয়নের ধারাবাহিকতা রয়েছে। শুধু তা নয়, সব জনগোষ্ঠীর জন্য সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে। তিনি উল্লেখ করেন, শিলচরে রেকর্ড পরিমাণ ড্রেন ও রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং চলছেও। এছাড়া সভায় অগপ ও বিজেপির মধ্যকার জোট এবং সাংগঠনিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ যৌথ প্রচারণা এবং ঐক্যবদ্ধ কাজ করার প্রতিশ্রুতি দেয়।
শুরুতে পদাধিকারীরা তাঁকে ফুলাম গামছা দিয়ে সন্মান জানান। সভায় নবমত জেলা কর্মকর্তাদের পরিচয় করিয়ে দিয়া দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা আলোচনা করা হয়। বিধায়ক শিলচর এলাকার বিভিন্ন অবকাঠামোগত ও জনসেবা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। অগপ জেলার কার্যকরী সভাপতি মণিতন সিংহ তাঁর কাজের প্রশংসা করেন এবং মিত্রজোটের সমন্বয় সফলভাবে বজায় রাখার কথা বলেন। সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর দীপায়নের ধর্মনিরপেক্ষ ভাবধারা ও উন্নয়নের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে, তাঁকে পুনরায় বিজেপি টিকিট প্রদানের আবেদন জানান। এছাড়া মহিলা পরিষদের সম্পাদক শারিকা আজমি পানীয়জল ও বিদ্যুতের সমস্যার কথা তুলে ধরে দীপায়নকে ফের বিধায়ক হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলার সাধারণ সম্পাদক সুজিত শর্মা, সাংগঠনিক সম্পাদক দীপ ভট্টাচার্য, শিলচর বিধান পরিষদের সহ-সভাপতি প্রদীপ সিনহা, যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক এবং অন্যান্যরা।এভাবেই অগপ কাছাড় জেলা কমিটি দীপায়ন চক্রবর্তীর সফল নেতৃত্ব ও উন্নয়নের কাজের স্বীকৃতি জানিয়ে তাঁকে পুনরায় বিজেপি দলের টিকিট দেওয়ার দাবি তোলেন।


