প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানে সামিল হলেন ডাঃ আশুতোষ বর্মন

জেলায় ১১০৯ গর্ভবতী মায়ের চিকিৎসা, বেসরকারি চিকিৎসকদের প্রতি আহ্বান যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান (পিএমএসএমএ) কার্যসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে বৃহস্পতিবার কাজে যোগ দিলেন বিশিষ্ট প্রসূতি বিশেষজ্ঞ সদ্য অবসরপ্রাপ্ত কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। এদিন বড়খলা স্বাস্থ্যখন্ডে পি এম এস এম এ-এর অধীনে ৬৭ জন গর্ভবতী মায়ের সম্পূর্ণ বিনামূল্যে প্রসূতি পূর্বকালীন স্বাস্থ্য পরীক্ষা সহ তাদের চিকিৎসা করেন। মাতৃমৃত্যু রোধ তথা সুরক্ষিত মাতৃত্ব সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার গৃহীত এই কার্যসূচি মাসের প্রতি ৯ তারিখে দেশের বিভিন্ন হাসপাতালে থাকে ও সম্পূর্ণ বিনামূল্যে প্রসবপূর্ব  চিকিৎসা প্রদান করা হয়।

শিলচর মেডিক্যাল কলেজ, সিভিল হসপিটাল সহ কাছাড় জেলার নির্দিষ্ট ২৯টি স্বাস্থ্যকেন্দ্রে আজ চিকিৎসা প্রদান করা হয়। আর এই বিশেষ অভিযানে প্রায় ১১০৯ জন মহিলা প্রসব পূর্বকালীন চিকিৎসা গ্রহণ করেন। বড়খলা স্বাস্থ্যখন্ডে এদিনের সরকারি এই কার্যসূচিতে স্বেচ্ছায় ৬৭ গর্ভবতী মায়ের চিকিৎসা প্রদান করেন ডাঃ আশুতোষ বর্মন। চিকিৎসার অঙ্গ হিসেবে সব ধরনের রোগ পরীক্ষা (ল্যাবরেটরি), ওষুধ প্রদান করা হয়েছে। এমনকি ঝুঁকিপূর্ণ মহিলাদের সনোগ্রাফি, ইত্যাদির সুবিধাও নির্দিষ্ট কিছু হাসপাতালে প্রদান করা হয়। এজন্য জেলার আশাকর্মী উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন। স্বাস্থ্যকেন্দ্রে পিএমএসএমএ-র দিনে হাসপাতালে গর্ভবতী মায়েদের আশাকর্মীরা নিয়ে আসেন। তার আগে সংশ্লিষ্ট এলাকার এএনএম-রা গর্ভবতী মায়েদের চিকিৎসকের কাছে যেতে পরামর্শ করে থাকেন। ঝুঁকিপূর্ণ হলে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, দেশের মা ও শিশু মৃত্যু রোধে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কার্যসূচিটি ভারত সরকার হাতে নিয়েছে। গর্ভবতী মায়েরা অন্তত একবার ভালো চিকিৎসকের কাছে  গুনগত চিকিৎসা লাভ করেন এবং নিরাপদ প্রসবের মাধ্যমে সুস্থ ও সবল শিশুর জন্ম দেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে দেশের প্রাইভেট চিকিৎসকদেরও অন্ততঃ একটি দিন এই অভিযানে সামিল হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অঙ্গ হিসেবে সদ্য বিদায়ী যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন এই কাজে স্বেচ্ছায় যোগ দেন। কাছাড় জেলার অন্যান্য বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসকদেরও এই অভিযানে সামিল হতে আহ্বান জানিয়েছেন জেলার বর্তমান ভারপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়।

প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানে সামিল হলেন ডাঃ আশুতোষ বর্মন

Author

Spread the News