চিকিৎসকের আত্মহত্যা

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : আত্মহত্যার পথ বেছে নিলেন এক যুব চিকিৎসক। তেজপুর কাছারিগাঁওয়ে চিকিৎসক আত্মহত্যা করেছেন। রৌনক প্রজাপত নামে ওই চিকিৎসক এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি জন মিসামারি উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। ডাক্তার তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

Author

Spread the News