বিভিন্ন জন, প্রতিষ্ঠানে খোঁজ-র কম্বল বিতরন

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : বেশকিছু স্থানে রবিবার কম্বল বিতরন করল শিলচরের অগ্রণী বেসরকারি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। এদিন সকাল ছটায় শিলচর টাউন এলাকায় যে সকল মহিলা এবং পুরুষ টাউনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পরে সকাল আটটায় হায়দর আলি লস্কর ও খুশী লস্করের স্মৃতিতে নিউমার্কেট এলাকায় রিক্সা, ঠেলা চালকদের হাতে,  কম্বল তুলে দেওয়া হয়। সকাল সাড়ে নয়টায় লক্ষীপুরে রোডে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় নন্দকুমার দাসের স্মৃতিতে। দুপুর বারোটায় ভাগা বাজার বড় মসজিদে বেশ কয়টি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একসঙ্গে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি ৫০ জন ছাত্রের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

বিভিন্ন জন, প্রতিষ্ঠানে খোঁজ-র কম্বল বিতরন

ভাগাবাজার বড় মসজিদে বিশিষ্ট শিক্ষাবিদ তথা সোনাই এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমেদ চৌধুরীর উপস্থিতিতে এসব বিতরণ করা হয়। খোঁজ -এর এই কাজে প্রসংশা করেন সাব্বির আহমেদ চৌধুরী। খোঁজ সভাপতি ডাঃ এম মাসুম জানান, খান সাহেব হবিবুল্লাহের স্মৃতিতে ভাংগা বাজার অঞ্চলে কম্বলগুলি তারা বিতরণ করছেন। খান সাহেব হবিবুল্লা একসময়ে ছিলেন শিলচর পুরসভার কমিশনার। জানিগঞ্জ থেকে নির্বাচিত হয়েছিলেন। তাঁর পরিবারের তরফে রেজাউল খান সবাইকে ধন্যবাদ জানান। পরে কাজিডহর বালিকা মাদ্রাসায়। কম্বলগুলি ডাক্তার লুতফুর রহমানের স্মৃতিতে প্রদান করেন সংগঠন সভাপতি ডাঃ এম মাসুম। একই দিনে বিকাল চারটায় জনাকয়েক কাজের মাসিদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় প্রয়াত সুবীর দত্ত রায়ের স্মৃতিতে এগুলো তুলে দেয়া হয়। খোঁজ -এর এসব কাজে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সচিব সজল লস্কর।

বিভিন্ন জন, প্রতিষ্ঠানে খোঁজ-র কম্বল বিতরন

Author

Spread the News