বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : শীতকালের আগমনে ক্যান্সার রোগীদের প্রতি সহানুভূতি জানিয়ে শনিবার শিলচর ক্যান্সার হাসপাতালে গুরুচরণ কলেজ ১৯৭৯ সালের প্রি-ইউনিভার্সিটি বিজ্ঞান বিভাগের প্রাক্তনী সংস্থা ৫০টি কম্বল বিতরণ করেছে। হাসপাতালের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সামান্য কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে অভিজিত রায়, অমলেন্দু দে, সর্বেশ্বর নাথ এবং সুপ্রদীপ দত্তরায় কম্বলগুলো হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে হাসপাতালের পক্ষ থেকে পদ্মশ্রী ডাঃ রবি কান্নান ছাড়াও উপস্থিত ছিলেন অজিতেশ দেব, দেবব্রত দেব, সাগর চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তা। ডাঃ কান্নান প্রাক্তনীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এমন সহযোগিতা আমাদের রোগীদের জন্য বড় সান্ত্বনা। শীতের কামড়ে তারা এখন আরও আরামে থাকবে।” প্রাক্তনী সংস্থার সদস্যরা জানান, এই কম্বলগুলো সংগ্রহ করে তারা রোগীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করেছেন, যাতে বরাক উপত্যকার অসহায় ক্যান্সার রোগীরা শীতের তাপে স্বস্তি পান।
উল্লেখ্য, গুরুচরণ কলেজের এই প্রাক্তনী সংস্থা জন্মলগ্ন থেকেই সক্রিয়। নিজেদের সীমিত সামর্থ্যের পরিধিতে তারা সারা বছর বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে উপত্যকার মানুষের সেবায় নিয়োজিত। অতীতে তারা হাসপাতালে ওষুধ সাহায্য, শিক্ষা ক্যাম্প, দুর্যোগ ত্রাণসহ নানা ক্ষেত্রে অবদান রেখেছে। সংস্থার সদস্য অভিজিত রায় বলেন, “আমরা প্রত্যেক বছর শীতকালে এমন উদ্যোগ নিই। এটাই আমাদের প্রাক্তনী বন্ধুত্বের প্রকাশ।” শিলচর ক্যান্সার হাসপাতাল বরাক উপত্যকার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ক্যান্সার চিকিৎসায় নতুন মাত্রা যোগ করেছে। এমন সামাজিক উদ্যোগ তার সেবা জনকার্যকে আরও শক্তিশালী করে।


