মুখ্যমন্ত্রীর মুখে দিলীপ পাল, অনুষ্ঠানেও উপস্থিত, ফের চর্চায়

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : দলে ফিরছেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল। মুখ্যমন্ত্রী সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে প্রাক্তন বিধায়ক দিলীপ পালের। গত বছর বন্যা চলাকালীন শিলচর শহরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে করমর্দন করার পর জোর চর্চায় ফিরেছিলেন প্রাক্তন বিধায়ক পাল। এরপর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করে চর্চা আরও বাড়িয়ে দিয়েছিলেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মুখে সম্বোধন করা নিয়ে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে তিনি স্বমহিমায় দলে ফিরছেন।

বৃহস্পতিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে জলজীবন মিশন সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা তা খোলাখুলি স্বীকার করে নিয়েছেন। দিলীপবাবুর দলে যোগদান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন বিধায়ক দলে ফেরার ব্যাপারে ইতিমধ্যে আবেদন করেছেন। দলীয় বলে তিনি জানান। দলীয় নেতৃত্ব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান।

এদিকে, বৃহস্পতিবার শিলচরের বিশাল জনসমাবেশে মুখ্যমন্ত্রী ড০ শর্মা তাঁর মূল ভাষণ শুরু করার আগে মঞ্চে উপবিষ্ট মন্ত্রী, বিধায়ক, সাংসদ ও শীর্ষ আমলাদের নাম ধরে সম্বোধন করার পাশাপাশি দর্শকাসনে বসা দলের দুই প্রাক্তন বিধায়ক দিলীপ পাল ও অমরচাঁদ জৈনকে সম্বোধন করেন। অথচ মঞ্চে বসা বড় মাপের দু’-একজন নেতার নামই উচ্চারণ করেননি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত দিলীপ পালের বিজেপি দলে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত রয়েছে। এ দিন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল সভাস্থলে ঢোকার পর একসময়ের দলের সতীর্থরা তাঁর সঙ্গে খোশমেজাজে কথাবার্তা বলতে দেখা গেছে।

Author

Spread the News